/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে রুশ বাহিনীর হামলায় ৬৩ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক সামরিক প্রশাসন (RMA)। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনারা ‘শাহিদ’ আত্মঘাতী ড্রোন দিয়ে তেরনুভাতি এলাকায় আক্রমণ চালায়। বিস্ফোরণের অভিঘাতে একাধিক আবাসিক ভবন ও গৃহস্থালির কাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি স্থানে আগুনের সূত্রপাত ঘটে।
আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া, স্থানীয় উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে আগুন নিয়ন্ত্রণে ও ধ্বংসাবশেষ সরানোর কাজ চালাচ্ছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের অভিযোগ, রুশ বাহিনী লাগাতার ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়ে বেসামরিক পরিকাঠামো ধ্বংস করছে।
⚡️A 63-year-old man was injured during an attack on the Zaporizhzhia region, — RMA.
— BLYSKAVKA (@blyskavka_ua) October 14, 2025
Russians hit Ternuvaty with "shaheeds". The blast wave damaged residential buildings and outbuildings, and fires broke out. The injured person is receiving medical assistance.
👉 Follow…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us