স্টেপনোহিরস্কে রুশ ড্রোন হামলায় ৩৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত

জাপোরিঝঝিয়া সামরিক প্রধান কি বললেন?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের স্টেপনোহিরস্ক শহরে রাশিয়ার চালানো FPV (First Person View) ড্রোন হামলায় ৩৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন জাপোরিঝঝিয়া অঞ্চলের সামরিক প্রশাসন প্রধান ইভান ফেদোরভ।

ফেদোরভ এক বিবৃতিতে বলেন, “রাশিয়ার সন্ত্রাসবাদী বাহিনী আজ FPV ড্রোন দিয়ে স্টেপনোহিরস্ককে লক্ষ্য করে হামলা চালায়। এতে এক বেসামরিক নাগরিক, যিনি মাত্র ৩৮ বছর বয়সী, ঘটনাস্থলেই প্রাণ হারান।”