BREAKING: পাপ বাপকে ছারে না ! ৫৮ বছর পর ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত ৯২ বছরের বৃদ্ধ

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-07-01 at 5.55.13 AM

BRISTLE

নিজস্ব সংবাদদাতা : কথায় আছে পাপ বাপকে ছারে না। আর এই কথাটাই যেন আরও একবার প্রমান হয়ে গেল ইংল্যান্ডের ব্রিস্টলে শহরে। কারণ সম্প্রতি ইংল্যান্ডের এই ব্রিস্টলে শহরেই,৫৮ বছরের পুরোনো এক ধর্ষণ ও হত্যার মামলায়, ৯২ বছরের বৃদ্ধ রাইল্যান্ড হেডলিকে দোষী সাব্যস্ত করলো সেখানকার আদালত। এই কথাটি শুনতে কিছুটা বলিউড সিনেমার গল্পের মতো হলেও, আসলে এটি চূড়ান্ত বাস্তব। 

গত ১৯৬৭ সালের জুন মাসে, ইংল্যান্ডের ব্রিস্টলের উপশহর ইস্টনে, নিজের বাড়িতেই ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করা হয় ৭৫ বছর বয়সী লুইসা ডানকে। তখনকার পুলিশ এই কেসের তদন্তে হাজার হাজার মানুষের জবানবন্দি নিলেও, কোনও ফল মেলেনি এবং তারপর এই মামলাটি বহু বছর একটি কোল্ড কেস হিসেবেই পরে থাকে ।

WhatsApp Image 2025-07-01 at 5.55.26 AM
SKRIT

কিন্তু ২০২৩ সালে ফের একবার, আধুনিক ডিএনএ (DNA) প্রযুক্তি ব্যবহার করে, ডানের স্কার্ট থেকে পূর্ণাঙ্গ ডিএনএ (DNA) প্রোফাইল তৈরি করে পুলিশ। এই ডিএনএ (DNA) পরে ১৯৭৭ সালে হেডলির বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণের মামলার নমুনার সঙ্গে মিলে যায়।

এই বিষয়ে এভন ও সমারসেট পুলিশের গোয়েন্দা কর্মকর্তা ডেভ মার্চেন্ট জানান,"প্রাথমিক তদন্তের বিশদ নথিপত্র, আমাদের এই মামলায় নতুন অনেক প্রমাণ জোগাড় করতে  সাহায্য করেছে।" হেডলি অবশ্য আদালতে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এই মামলার শুনানির সময় বলা হয়েছে যে, এই তদন্তে প্রায় ২০ বাক্স পুরনো নথিকে ফের পুনঃবিবেচনা করা হয়েছে। এই বিষয়ে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, ''প্রায় সমস্ত সাক্ষীই এই দীর্ঘ সময়ে মারা গেছেন, তাই তাদের পুরনো বয়ানগুলিই ফের একবার আদালতে পড়ে শোনানো হয়েছে।''

রায় ঘোষণার পর প্রসিকিউটর শার্লট রিম বলেন,"বিগত ৫৮ বছর ধরে এই ভয়াবহ অপরাধের কোনও বিচার হয়নি। তবে এখন হেডলি আজীবন কারাবাসের সাজা পেতে চলেছে।" সূত্রমতে মঙ্গলবার দিন হেডলির সাজা ঘোষণা করা হবে।