BREAKING: পরিচয়পত্র যাচাই করেই গুলি ! পাকিস্তানে নির্মম হত্যাকাণ্ডের শিকার ৯

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ শুক্রবার, পাকিস্তানের কোয়েটা থেকে লাহোরগামী একটি যাত্রীবাহী বাস থেকে নিরীহ যাত্রীদের নামিয়ে এনে তাদের পরিচয়পত্র যাচাই করে, প্রায় ৯ জনকে গুলি করে হত্যা করে দেয় সশস্ত্র বিদ্রোহীরা। এই ঘটনাটি ঘটেছে বেলুচিস্তানের ঝোব এলাকার একটি জাতীয় সড়কে। এই বিষয়ে ঝোব-এর সহকারী কমিশনার নবীদ আলম জানান, ''নিহত ৯ জনই পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। মৃতদেহগুলি ময়নাতদন্ত ও দাফনের প্রক্রিয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।'' যদিও এখনও পর্যন্ত কোনও সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি, তবে পূর্বের বহু ঘটনাগুলির মতোই এটিও একটি জাতিগত বিদ্বেষমূলক হামলা বলে মনে করা হচ্ছে।

gun