মুসলিম বিশ্বের মন জয় করে নিলেন ট্রাম্প ! গাজা শান্তি প্রস্তাবে ট্রাম্পের নেতৃত্বকে সমর্থন জানালো ৮টি মুসলিম দেশ

কিভাবে মুসলিম বিশ্বের মন জয় করলেন ট্রাম্প ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
pakistan-prime-minister-shehbaz-sharif--and-us-president-elect-donald-trump-095140480-16x9

নিজস্ব সংবাদদাতা : গাজায় যুদ্ধ বন্ধের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব এবং প্রচেষ্টাকে স্বাগত জানালেন কাতার, জর্ডন, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং মিশরের বিদেশমন্ত্রীরা। 

এই বিষয়ে কাতারের বিদেশ মন্ত্রক থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই সমস্ত দেশের মন্ত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁরা ট্রাম্পের এই শান্তি প্রতিষ্ঠার ক্ষমতায় বিপুল আস্থা রাখেন। মূলত খুব সময়ের মধ্যেই গাজায় যুদ্ধ শেষ করার প্রস্তাব এবং গাজা উপত্যকাকে পুনরায় গড়ে তোলার পরিকল্পনাকে সম্পূর্ণভাবে স্বাগত জানিয়েছেন এই সমস্ত মুসলিম দেশের নেতারা। এছাড়াও ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত হতে না দেওয়ারও প্রতিশ্রুতিও যথেষ্ট মনে দাগ কেটেছে এই মুসলিম নেতাদের। 

donald trump

এই বিবৃতিতে এই সমস্ত মন্ত্রীরা একপ্রকার জোর দিয়েই বলেছেন যে তাঁরা একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন করতে এবং তার বাস্তবায়ন নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র ও সমস্ত সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে কাজ করতে প্রস্তুত। তাঁদের মূল লক্ষ্য হলো, এই অঞ্চলের মানুষের জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।