বোকো হারামের যোদ্ধাদের হামলা! নিহত ৮

ক্যামেরুনের উত্তরাঞ্চলে বোকো হারামের যোদ্ধাদের হামলায় ৮ জন নিহত হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
কঝনব

নিজস্ব সংবাদদাতাঃ ক্যামেরুনের উত্তরাঞ্চলে মঙ্গলবার চরমপন্থী যোদ্ধারা একাধিক হামলায় সৈন্যসহ আটজনকে হত্যা করেছে। বোকো হারামের যোদ্ধারা নাইজেরিয়ার সীমান্তবর্তী মোরা ও জিগাগে শহরে পৃথক হামলায় তিন কাস্টমস কর্মকর্তা, তিন সৈন্য ও দুই বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছেন গভর্নর মিদজিয়াবা বাকারি।

তিনি বলেন, 'নাইজেরিয়া সীমান্তে বোকো হারামের যোদ্ধারা বিপুল সংখ্যায় রয়েছে এবং আমরা এই নতুন হামলা বন্ধে সামরিক ও বেসামরিক নাগরিকদের মধ্যে সহযোগিতার ওপর নির্ভর করছি। বেশ কয়েকজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে।' 

ক্যামেরুন সরকার জানিয়েছে, হামলা চালানোর আগে বোকো হারামের যোদ্ধারা নাইজেরিয়া থেকে বিপুল সংখ্যায় দেশটিতে প্রবেশ করে। সীমান্তে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে ক্যামেরুনের সেনাবাহিনী।