বিক্ষোভ থামাতে নির্বিচারে চলছে গুলি ! পাকিস্তানী সেনার গুলিতে প্রাণ হারালেন POK-এর ৮ জন বিক্ষোভকারী

পাক অধিকৃত কাশ্মীরে বাড়ছে বিক্ষোভের আঁচ।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (PoK)-এ,পাকিস্তান সরকারের বিরুদ্ধে সম্প্রতি এক ব্যাপক বিক্ষোভের ছবি দেখা গেছে। আর আজ এই বিক্ষোভের তৃতীয় দিনে পাকিস্তানী সেনার গুলিতে প্রাণ হারালেন প্রায় ৮ জন বিক্ষোভকারী। আহত হয়েছেন আরও অনেকে। উল্লেখ্য,মৌলিক অধিকার অস্বীকারের প্রতিবাদে পাক অধিকৃত কাশ্মীরে (POK) গত ৭২ ঘণ্টা ধরে, আওয়ামি অ্যাকশন কমিটি (AAC)-এর নেতৃত্বে এই তীব্র বিক্ষোভ চলছে।

gunfire

শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, আজ বুধবার (অক্টোবর ১, ২০২৫) টানা তৃতীয় দিনের মতো এই সহিংস বিক্ষোভে, বাগ জেলার ধিরকোটে ৪ জন, মুজফ্ফরাবাদে ২ জন এবং মিরপুরে ২ জন নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার আরও ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। বিক্ষোভকারীরা পাকিস্তান সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এবং স্থানীয় সম্পদ, সুশাসন এবং নাগরিক অধিকারের জন্য এক তীব্র দাবি জানাচ্ছেন। এই বিক্ষোভের কারণে এই এলাকার যাবতীয় বাজার, দোকানপাট এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এবং পরিবহন পরিষেবাও ব্যাহত হয়েছে।

এই বিক্ষোভ দমন করার জন্য ইসলামাবাদ সরকার ইতিমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের (POK) সমস্ত শহরগুলিতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে টহল দেওয়া হচ্ছে এবং পার্শ্ববর্তী পাঞ্জাব প্রদেশ থেকে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া, বিক্ষোভকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে ইন্টারনেট পরিষেবাও সীমিত করা হয়েছে।