New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। এবার জানা যাচ্ছে, রাশিয়ান বিমান ইউক্রেনের বেরিসলাভ জেলা আক্রমণ করেছে। দুটি বসতিতে ৮ টি গাইডেড বোমা ফেলা হয়েছে। যার ফলে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বেরিসলাভ জেলায়। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার প্রোকুদিন এই হামলার বিষয়ে জানিয়েছেন।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us