New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : কিছুদিন আগে ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির। আজ রবিবার ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই তথ্য জানিয়েছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/C6IQlwI6PcUPZGo3O6qk.jpg)
এই বিষয়ে জাহাঙ্গির বলেন, “এভিন কারাগারে ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন ৭১ জন। এই ৭১ জনের মধ্যে ছিলেন প্রশাসনিক কর্মী, সামরিক প্রশিক্ষণে নিযুক্ত যুবক, বন্দী, বন্দীদের আত্মীয়-স্বজন যারা সেদিন বন্দীদের সাথে দেখা করতে এসেছিলেন এবং কারাগারের আশেপাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us