আফগান সীমান্তে পাকিস্তানী সেনার ওপর ভয়ঙ্কর আক্রমণ করলো TTP ! ক্যাপ্টেন সহ ৬ পাকিস্তানি সেনা নিহত

ভয়াবহ সন্ত্রাসী হামলায় হাহাকার পাকিস্তানে।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ফের একবার পাকিস্তানী সেনাবাহিনীর ওপর এক ভয়াবহ আক্রমণ চালালো তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP)। গতকাল আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়ার কুররাম (Kurram) জেলায় পাক সেনাবাহিনীর কনভয় লক্ষ্য করে এই হামলা চালায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP)। এই হামলায় পাক সেনাবাহিনীর এক ক্যাপ্টেন সহ মোট ৬ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। গতকাল বুধবার পাকিস্তানের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। 

pakistan army

গতকাল খাইবার পাখতুনখোয়ার কুররাম (Kurram) জেলায় প্রথমেই পাক সেনাবাহিনীর একটি ট্রাক উড়িয়ে দেয় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP)। এরপর ওই কনভয় লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে তারা। এই বিষয়ে খুব শীঘ্রই বিস্তারিত রিপোর্ট আসছে।