New Update
/anm-bengali/media/media_files/M7QHrh8i1UpGuESVTRk5.webp)
নিজস্ব সংবাদদাতা : এবার আমেরিকার একটি শপিং মলে হঠাৎ করেই গুলি চালনার ফলে প্রায় ৫ জন মানুষ জখম হলেন। এই ঘটনাটি ঘটেছে আমেরিকার কানেকটিকাটের, ওয়াটারব্যুরি শহরের, ব্রাস মিল সেন্টার শপিং মলে। এই ঘটনায় আপাতত কেউ নিহত না হলেও ৫ জন গুরুতর ভাবে জখম হয়েছেন। এই বিষয়ে ওয়াটারব্যুরি পুলিশের প্রধান ফার্নান্দো স্প্যাগনোলো জানান,''বিকেল ৪টা ৪০ মিনিটে কোনও এক বিবাদের জেরে এই গুলি চালনার ঘটনা ঘটে। হামলাকারীর কাছে একটি সেমি-অটোমেটিক পিস্তল ছিল এবং ধারণা করা হচ্ছে, তিনি আহতদের পূর্বপরিচিত।'' এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
/anm-bengali/media/media_files/SmN1C47jg6zJIZcG0To4.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us