/anm-bengali/media/media_files/2024/12/13/pGqVE8ACHmyTfvgWhjH2.jpg)
নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যখন ভারতবিরোধীতা নিয়ে উত্তপ্ত, তখনও ভারতের সঙ্গে পণ্য আমদানির কার্যক্রম অব্যাহত রয়েছে। একদিকে পণ্য বয়কটের ডাক, অন্যদিকে ভারত অভিমুখে লংমার্চের ঘটনা সামনে আসছে। তবে, এসবের মধ্যেও ভারত থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন চাল, মরিচ, আলু, পেঁয়াজ সহ অন্যান্য দ্রব্যের আমদানি বন্ধ হয়নি। এমনকি মেট্রোরেলের টিকেটও প্রিন্ট হয়ে আসছে ভারত থেকে।
/anm-bengali/media/media_files/13uGj8mY17QQorRYRGPX.webp)
এবার পাঞ্জাবের জালানধার শহর থেকে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি হয়ে পৌঁছেছে যশোরের বেনাপোল স্থলবন্দর রেলস্টেশনে। বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর সন্ধ্যায় মালবাহী ট্রেনটি বেনাপোলে পৌঁছায়। শনিবার পণ্য চালানটি খালাস করা হবে।
/anm-bengali/media/media_files/QdRiUttpSSNdqTHLW1Z6.jpg)
বেনাপোল স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত থেকে ট্রেনে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। পণ্যের চালান ছাড় করানোর জন্য শনিবার বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র জমা দেওয়া হবে এবং কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আলুগুলো বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়া থেকে আনলোড করা হবে।
/anm-bengali/media/post_banners/CVdqtD8OsAVXdguGg5sz.jpg)
আলুগুলো পরে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেছে। ভারতের মালদার আতিফ এক্সপোর্ট নামক রপ্তানিকারক প্রতিষ্ঠান চালানটি রপ্তানি করেছে। এটি একটি বড় চালান, যেখানে ৯ হাজার ৪৬০ ব্যাগ আলু রয়েছে, যার মোট ওজন ৪ লাখ ৬৮ হাজার কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ১০ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার।
পণ্য বয়কটের মধ্যেই ভারত থেকে এলো ৪৬৮ মেট্রিক টন আলু #bangladesh#indiahttps://t.co/MblORiS6n7
— SHAMIM M RAHMAN (@mahmudur02) December 13, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us