New Update
/anm-bengali/media/media_files/2025/04/04/FuTkTgmGAlGe6ZH31YWx.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। আজ সকালে আফগানিস্তানের কাবুল শহরে, ফের একটি মাঝারি মানের ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে,''এই ভূমিকম্পটি আঘাত হানে সকাল ৭টা ৪৬ মিনিটে। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী কাবুল থেকে ১৩৮ কিলোমিটার পূর্বে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/11/rukey-earth-quake-2025-08-11-12-25-17.jpg)
এই ভূমিকম্পের জেরে আফগানিস্তানের বেশ কিছু অংশে ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। তবে, এখনও পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us