খারকিভে গোলাবর্ষণে আহত ৪২

খারকিভে আহত ৪২ জনে পৌঁছেছে: মেয়র তেরেখভ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-24 10.33.18 PM

নিজস্ব সংবাদদাতা: খারকিভে দিনের বেলায় চালানো রুশ গোলাবর্ষণে আহতের সংখ্যা বেড়ে ৪২ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন শহরের মেয়র ইগর তেরেখভ। আহতদের মধ্যে রয়েছেন দুই নবজাতক ও চারজন শিশু।

তেরেখভ জানান, আহতদের মধ্যে রয়েছেন মাত্র ২৮ দিন বয়সী একটি শিশু, এক মাস বয়সী একটি শিশু, দেড় বছরের একটি মেয়ে, ১০ বছরের একটি শিশু এবং দুইজন ১৭ বছর বয়সী কিশোর।

স্থানীয় হাসপাতালগুলিতে আহতদের চিকিৎসা চলছে এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শহরে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা নিয়ে ক্ষোভ বাড়ছে।