/anm-bengali/media/media_files/2025/06/26/screenshot-2025-06-26-am-2025-06-26-02-32-26.png)
নিজস্ব সংবাদদাতা: গত দুই দিনে দোনেৎস্ক অঞ্চলে রুশ হামলায় অন্তত ৪ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক সামরিক প্রশাসন। প্রশাসনের তথ্য অনুযায়ী, কোস্তিয়ানতিনিভকা শহর ক্রমাগত গোলাবর্ষণের শিকার হচ্ছে। সেখানে এখনো ৮,৫০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। নিরাপত্তাহীন ও অস্থির পরিস্থিতির মধ্যে মানবিক সহায়তার অভাব প্রকট হয়ে উঠছে।
/anm-bengali/media/post_attachments/242c4236-8f3.png)
এদিকে পোকরোভস্ক শহরের মানবিক পরিস্থিতিও দিন দিন জটিল হয়ে উঠছে, যেখানে বর্তমানে প্রায় ১,৭০০ জন মানুষ বসবাস করছেন। খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তার ঘাটতি পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। আঞ্চলিক প্রশাসন আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে। রুশ বাহিনীর অব্যাহত আক্রমণে পূর্ব ইউক্রেনের এই অঞ্চলে নিরাপত্তা ও মানবিক সংকট একসঙ্গে তীব্র হচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা।
⚡️In two days in Donetsk region, 4 people were killed and 15 others wounded, – reports Regional Military Administration.
— BLYSKAVKA (@blyskavka_ua) June 25, 2025
Kostiantynivka is under systematic shelling, with more than 8,500 people still displaced.
The humanitarian situation in Pokrovsk is also becoming… pic.twitter.com/FDZ5MKMSWh
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us