আচমকাই ভেঙে পড়ল গির্জা, মৃত্যু মিছিল, আহত প্রায় ২০০

ভার্জিন মেরির বার্ষিক উৎসবে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ, ধ্বংসস্তূপে আটকে অনেকে, চলছে উদ্ধার অভিযান।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
G2R4JtiW8AAmupb

নিজস্ব সংবাদদাতা: ইথিওপিয়ায় একটি গির্জা ধসে পড়ায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ২০০ জন আহত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

সকালে ভার্জিন মেরির বার্ষিক খ্রিস্টীয় উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষ গির্জার কাছে সমবেত হয়েছিলেন। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। উদ্ধারকাজ চলছে এবং আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।