ইউক্রেনের সুমি অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা চালালো রাশিয়া ! নিহত ৩০

ভয়াবহ রুশ হামলায় নিহত ৩০।

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের সুমী অঞ্চলের একটি রেল স্টেশনে আজ রুশ ড্রোন হামলায় অন্তত ৩০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে "বর্বর" বলে নিন্দা করেছেন এবং এই বিষয়টিকে 'সন্ত্রাস' বলে অভিহিত করেছেন। এই ড্রোন হামলাটি মূলত সুমি অঞ্চলের শোস্টকা (Shostka) রেল স্টেশনে আঘাত হানে। প্রথমদিকে স্থানীয় কর্মকর্তারা ৩০ জন আহত হওয়ার খবর দিলেও, পরে জানা যায় যে এই হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি তাৎক্ষণিকভাবে নিজের টেলিগ্রামে একটি ভিডিও ফুটেজ পোস্ট করেন, যেখানে জ্বলন্ত ট্রেনের বগি এবং ভেঙে যাওয়া জানালার দৃশ্য দেখা যাচ্ছে।

Drone

তিনি বলেন,''প্রতিদিন রাশিয়া সাধারণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। শুধুমাত্র বিকল্প কোনও শক্তিই তাদের এখন থামাতে পারে। এখন আর মুখের কথা নয়, শক্তিশালী পদক্ষেপ প্রয়োজন।"