হামলা, পাল্টা হামলা! ধ্বংস ৩টি ড্রোন

কের্চ প্রণালীতে ৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

New Update
n

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ জাপোরিঝিয়া সামরিক-বেসামরিক প্রশাসনের কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া ও রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার মধ্যবর্তী সংকীর্ণ সমুদ্র পথ কের্চ প্রণালীতে তিনটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।

রাশিয়ার কর্মকর্তা ভ্লাদিমির রোগোভ জানিয়েছেন যে ইউক্রেন আবার ড্রোন দিয়ে সেতুতে আক্রমণ করছে।

রোগোভ বলেন, "কের্চ প্রণালী এবং ক্রিমিয়ান ব্রিজের দিকে যাওয়ার এলাকায় ইতিমধ্যে তিনটি সামুদ্রিক ড্রোন ধ্বংস করা হয়েছে।"

তবে মস্কো নিযুক্ত ক্রিমিয়া প্রধানের উপদেষ্টা ওলেগ ক্রুচকভ বলেছেন, সেতুতে কোনো হামলা হয়নি। তিনি বলেন, 'শুক্রবার দ্বিতীয় বা তৃতীয়বারের মতো হামলার হুমকির কারণে সেতুটি বন্ধ করে দেওয়া হয়। ক্রিমিয়ার সব বিশেষ সেবা ও মন্ত্রণালয় সার্বক্ষণিক কাজ করছে। তবে শনিবার ভোরে আবারও সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হয়েছে।'