মস্কোয় ২৬তম ভারত-রাশিয়া কমিশন বৈঠক

জয়শঙ্করের টুইটে বহুমুখী সহযোগিতার বার্তা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Gyzxn8vXEAEdO6E

নিজস্ব সংবাদদাতা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ-এর সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করলেন ২৬তম ভারত-রাশিয়া আন্তঃসরকারি কমিশন (IRIGC-TEC) বৈঠকের। বৈঠক শেষে তিনি টুইট করে জানান, আলোচনাটি ছিল "অত্যন্ত ফলপ্রসূ"।

নিজের টুইট বার্তায় জয়শঙ্কর লেখেন, “আজ রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের সঙ্গে ২৬তম ভারত-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছি। আমরা বাণিজ্য ও অর্থনৈতিক খাত, কৃষি, জ্বালানি, শিল্প, দক্ষতা উন্নয়ন, গতিশীলতা, শিক্ষা এবং সংস্কৃতি সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।”

তিনি আরও বলেন, “বর্তমান জটিল ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রেখেছি, যাতে এই কমিশন আরও কার্যকর অনুঘটক হিসেবে কাজ করতে পারে এবং আমাদের অর্থনৈতিক সহযোগিতাকে গভীরতর করে।”

কূটনৈতিক মহল মনে করছে, ভারত-রাশিয়া বাণিজ্যের দ্রুত সম্প্রসারণ ও সাম্প্রতিক সময়ে ঘাটতির সমস্যা মোকাবিলার কৌশল এই আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। পাশাপাশি কৃষি, প্রযুক্তি এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো হলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেও মনে করা হচ্ছে।