২৫% শুল্কে সাময়িক প্রভাব, তবে অর্থনীতি স্থিতিশীল: ইউসিসিআই প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ২৫% শুল্ক ও জরিমানায় কিছু প্রভাব পড়বে, তবে ভারতীয় অর্থনীতি সহনশীল: ইউসিসিআই প্রেসিডেন্ট প্রাবোধ মহান্তি।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক এবং অতিরিক্ত জরিমানা আরোপ নিয়ে প্রতিক্রিয়া জানালেন উত্কল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (UCCI)-র প্রেসিডেন্ট ড. প্রাবোধ মহান্তি।

তিনি বলেন, "নিশ্চিতভাবেই ভারতীয় অর্থনীতির উপর কিছুটা প্রভাব পড়বে, বিশেষ করে সামুদ্রিক খাদ্য, টেক্সটাইল ও অ্যাপারেল, অটো কম্পোনেন্ট, গহনা, স্টিল ও অ্যালুমিনিয়াম রপ্তানিতে। তবে দেশের অভ্যন্তরীণ চাহিদা যেহেতু শক্তিশালী, তাই এই প্রভাব ক্ষণস্থায়ী ও সীমিত হবে।"

মহান্তি আরও আশ্বাস দেন, "ভারতীয় অর্থনীতি যথেষ্ট স্থিতিশীল ও সহনশীল—এই ধরনের আঘাত মোকাবিলার ক্ষমতা আমাদের রয়েছে।"

তিনি আশা প্রকাশ করেন, "আগামী কয়েক মাসের মধ্যে FTA (Free Trade Agreement) স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।"

অর্থনৈতিক মহলে ধারণা, এই পরিস্থিতি স্বল্পমেয়াদে কিছু খাতকে চাপে ফেললেও দীর্ঘমেয়াদে ভারতের উৎপাদন ও অভ্যন্তরীণ বাজারের জোরেই তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।