BREAKING: অমানবিক হত্যালীলা চলছে গাজায় ! ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠলো ২৫টি দেশ

বড় বিপাকে ইসরায়েল।

author-image
Debjit Biswas
New Update
Netanyahu trump

নিজস্ব সংবাদদাতা : এবার ব্রিটেন, ফ্রান্স ও কানাডা-সহ ২৫টি পশ্চিমি দেশ এক যৌথ বিবৃতিতে,গাজার যুদ্ধে ইসরায়েলের 'অমানবিক নীতি'র প্রকাশ্যে নিন্দা করলো। তারা গাজায় ফিলিস্তিনিদের "অমানবিক হত্যাকাণ্ড" এবং সম্প্রতি খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে ঘটে যাওয়া শত শত সাধারণ নাগরিকের নিহত হওয়ার ঘটনাকে "ভয়াবহ" বলে উল্লেখ করেছে। এই বিবৃতিতে বলা হয়েছে, ''গাজায় মানবিক সহায়তা প্রায় বন্ধই হয়ে গেছে এবং ইসরায়েলের বর্তমান সাহায্য মডেলটি অত্যন্ত বিপজ্জনক ও অসম্মানজনক।

War

অধিকাংশ নিহত ব্যক্তিই Gaza Humanitarian Foundation (GHF)-এর আশেপাশে ছিলেন, যাকে জাতি সংঘের পরিবর্তে,গাজায় সহায়তা বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে।'' যদিও ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতিকে একটি “বাস্তবতাবিচ্যুত” বিবৃতি বলে উল্লেখ করেছে এবং বলেছে, ''এটি হামাসকে ভুল বার্তা দেবে।''