পোকামাকড় মারতে ঘরে ওষুধ প্রয়োগ, মৃত্যু দুই শিশুর

ঘরের পোকামাকড় মারতে পেস্ট কন্ট্রোল কোম্পানিকে ডেকে ওষুধ প্রয়োগ করা হয়েছিল। কিন্তু, সেই ওষুধেই সন্তানদের মৃত্যু হল বলে অভিযোগ।

author-image
Aniruddha Chakraborty
New Update
মন

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ ঘরের পোকামাকড় মারতে পেস্ট কন্ট্রোল কোম্পানিকে ডেকে ওষুধ প্রয়োগ করা হয়েছিল। কিন্তু, সেই ওষুধেই সন্তানদের মৃত্যু হল বলে অভিযোগ। একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১ শিশু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। একই পরিবারের ২ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা মোবারক হোসেনের দুই শিশুপুত্রের মৃত্যু হয়েছে। মৃত শিশু দুটির বয়স যথাক্রমে ৯ ও ১৫ বছর। পোকামাকড় মারার ওষুধের বিষক্রিয়াতে শিশুদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তাঁর মেয়ে এখনও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই পেস্ট কন্ট্রোল কোম্পানি পোকামাকড় নিধনের জন্য অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট ব্যবহার করেছিল, যেটা থেকে বিষাক্ত গ্যাস তৈরি হয়। সেই গ্যাসের বিষক্রিয়াতে গোটা পরিবার আক্রান্ত হয় এবং দুই শিশুর মৃত্যু হয়।