/anm-bengali/media/media_files/w3TWoc1eghkEUwqYfmv7.jpg)
নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ-পূর্ব নর্থ ক্যারোলিনার রোবসন কাউন্টির এক প্রত্যন্ত গ্রামীণ এলাকায় আয়োজিত একটি বড় পার্টিতে এক বন্দুকবাজের হামলায় ২ জন নিহত এবং কমপক্ষে ১১ জন গুরুতরভাবে আহত হয়েছেন।
এই বিষয়ে নর্থ ক্যারোলিনার শেরীফ বার্নিস উইলকিন্স জানিয়েছেন,''ঘটনাটি ঘটেছে সাউথ ক্যারোলিনার সীমান্তের কাছে র্যালে থেকে প্রায় ৯৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ম্যাক্সটনের (Maxton) বাইরে একটি গ্রামীণ এলাকায়।''
শেরীফের দপ্তর নিশ্চিত করেছে যে এই ঘটনায় মোট ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তকারী ও আইন প্রয়োগকারী সংস্থার আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। এক প্রেস বিজ্ঞপ্তিতে শেরীফের দপ্তর জানিয়েছে, "বর্তমানে জননিরাপত্তার জন্য কোনও হুমকি নেই, কারণ এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করা হচ্ছে।"
সংবাদ সূত্রে জানা গেছে, আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ১৫০ জনেরও বেশি লোক সেখান থেকে পালিয়ে যায়। এর ফলে তদন্তকারীদের তথ্য সংগ্রহে গুরুতর বাধার সম্মুখীন হতে হচ্ছে।
শেরীফের দপ্তর জনসাধারণকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে। এই হামলা সম্পর্কে যার কাছে যেকোনও তথ্য রয়েছে বা যারা ওই পার্টিতে উপস্থিত ছিলেন, তাদের দ্রুত তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট আসছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us