ভয়াবহ, আচমকা হামলা, ছিন্নভিন্ন দেহ, রক্ত! নিহত ২

রাশিয়া অধিকৃত অঞ্চলে গোলাবর্ষণ করল ইউক্রেনীয় বাহিনী।

author-image
Aniruddha Chakraborty
New Update
russia (1).jpg

নিজস্ব সংবাদদাতাঃ রুশ অধিকৃত দোনেৎস্কের প্রধান ডেনিস পুশিলিন জানিয়েছেন, মঙ্গলবার ইয়াসিনুভাতা শহরে গোলাবর্ষণের ফলে দুই বেসামরিক নাগরিক নিহত ও এক কিশোরীসহ আরও সাতজন আহত হয়েছে।

ইয়াসিনুভাতা একটি শহর যা দোনেৎস্ক শহরের ঠিক উত্তর-পূর্বে অবস্থিত - রাশিয়ান এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে ফ্রন্ট লাইনের কাছাকাছি।