খাইবার পাখতুনখাওয়ায় বড় অভিযান চালালো পাকিস্তান ! খতম ১৭ TTP জঙ্গি

বড় সাফল্য পেল পাকিস্তান সেনাবাহিনী।

author-image
Debjit Biswas
New Update
LASHKAR

নিজস্ব সংবাদদাতা : আজ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কারাক জেলায় নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক বড় সাফল্য এসেছে। এই অভিযানে পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) এবং মোল্লা নাজির গোষ্ঠীর সঙ্গে জড়িত ১৭ জন বন্দুকধারী নিহত হয়েছেন। 

pakistan

এই বিষয়ে আঞ্চলিক পুলিশ প্রধান শাহবাজ ইলাহি জানিয়েছেন,''শুক্রবার রাত থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাওয়া খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ওই তথ্যে TTP এবং মোল্লা নাজির গোষ্ঠীর জঙ্গিদের উপস্থিতির কথা বলা হয়েছিল।'' শাহবাজ ইলাহি নিহত জঙ্গিদের 'খাওয়ারেজ' (Khwarij) বলে অভিহিত করেন, পাকিস্তানি কর্তৃপক্ষ সাধারণত তালিবানদের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করে থাকে।