হঠাৎ করেই দেখা গেল বেশকিছু রহস্যজনক ড্রোন,বাতিল করা হল ১৭টি বিমান ! কি ঘটছে মিউনিখ বিমানবন্দরে ?

রহস্যময় ড্রোনের কারণে বাতিল হল ১৭টি বিমান।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা :  গতকাল রাতে বেশকিছু রহস্যজনক ড্রোন দেখতে পাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল জার্মানির মিউনিখ বিমানবন্দর (Munich Airport)। সাম্প্রতিক সময়ে ইউরোপের অন্য কয়েকটি বিমানবন্দরেও এমন ঘটনা ঘটতে দেখা গেছে। 

বিশেষ সূত্র মারফত জানা যায়,গতকাল রাত ১০টার কিছু পরে এই রহস্যজনক ড্রোনগুলির কারণে মোট ১৭টি বিমানকে গ্রাউন্ডেড করা হয়। বিমানবন্দরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে প্রায় ৩,০০০ যাত্রী চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন।

Flight

মিউনিখ বিমানবন্দরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, "কিছু ফ্লাইট এখনও নিজের যাত্রা শুরু করার অপেক্ষায় আছে, যদিও অন্যগুলি বাতিল করা হয়েছে। সবকিছুই আপাতত নিয়ন্ত্রণে আছে এবং বিমানবন্দরটি ভোর ৫টায় পুনরায় খোলার কথা চলছে।" যদিও এই রহস্যজনক ড্রোনগুলির দেখার পর বিমানবন্দরগুলির সুরক্ষার বিষয়ে নতুন করে এক উদ্বেগ সৃষ্টি করেছে।