BREAKING: পরিত্যক্ত বাড়ির তদন্তে নেমেই চক্ষু চড়কগাছ পুলিশের ! উদ্ধার ১৭টি মৃতদেহ

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
123

নিজস্ব সংবাদদাতা : মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের, ইরাপুয়াতো শহরের একটি পরিত্যক্ত বাড়িতে আজ একটি বিশেষ তদন্ত অভিযান চালায় মেক্সিকোর পুলিশ ও তদন্তকারী সংস্থা। আর এই বাড়ির তদন্তে নেমেই কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় মেক্সিকো পুলিশের। পরিত্যক্ত এই বাড়ি থেকে আজ ১৭টি মৃতদেহ উদ্ধার করেছে তদন্তকারীরা। মূলত অনুসন্ধান রাডার ও ক্যাডাভার কুকুর ব্যবহার করেই এই মৃতদেহগুলি শনাক্ত করা হয়েছে। এই মৃতদেহগুলির মধ্যে ৫জন নিখোঁজ ব্যক্তিও উপস্থিত আছেন। মনে করা হচ্ছে মাদক জড়িত কোনও অপরাধের ফলেই এই হত্যাগুলি করা হয়েছে। উল্লেখ্য, ২০০৬ সাল থেকে মেক্সিকোতে মাদক সংশ্লিষ্ট অপরাধে প্রায় ৪.৮ লক্ষ মানুষ নিহত এবং ১.২ লক্ষেরও বেশি নিখোঁজ হয়েছেন।

Murder