BREAKING: ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (NSF)-এর বাজেটে কাটছাঁট ! ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ১৬টি রাজ্য

নতুন বিপদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
Donald Trump

নিজস্ব সংবাদদাতা : এবার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (NSF)-এর বাজেট কাটছাঁটের বিরুদ্ধে আদালতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬টি রাজ্য। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এই ১৬টি রাজ্য একত্রিত হয়ে এই মামলা করেছে। নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস-এর নেতৃত্বে দায়ের করা এই মামলায় বলা হয়েছে, ''এই সিদ্ধান্ত বিজ্ঞান ও প্রযুক্তিতে আমেরিকার নেতৃত্ব বজায় রাখার প্রচেষ্টায় এক "তাৎক্ষণিক ও অপূরণীয় ক্ষতি" ঘটাবে।'' ট্রাম্পের এই বাজেট কাটছাঁটের ঘোষণায় প্রায় ১,৭০০টির বেশি গ্রান্ট বাতিল (মোট $১.৪ বিলিয়ন) হবে ও গবেষণা খরচে ১৫% ঘাটতি হবে। 

donald trump