/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : গতকাল সন্ধ্যাবেলায়,আমেরিকার দক্ষিণ নিউজার্সির একটি বিমানবন্দরে, একটি ছোট স্কাইডাইভিং বিমান রানওয়ে ছাড়িয়ে গিয়ে জঙ্গলে আছড়ে পড়ায়, অন্তত ১৫ জন মানুষ গুরুতর ভাবে আহত হয়েছেন। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যেবেলা, ফিলাডেলফিয়া থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে, ক্রস কিস বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই বিষয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) মুখপাত্র জানিয়েছেন,''দুর্ঘটনায় সেসনা ২০৮বি মডেলের একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিমানে ১৫ জন আরোহী ছিলেন। তবে পুরো বিষয়টিই এখন তদন্তাধীন।''
ড্রোন থেকে তোলা কিছু ছবির মাধ্যমে দেখা যাচ্ছে যে, ওই ক্ষতিগ্রস্ত বিমানটি এখনও জঙ্গলের মধ্যে পড়ে আছে এবং ওই বিমানের ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই দুর্ঘটনার পর একটি ফায়ার ট্রাক ও একটি জরুরি পরিষেবার গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ও দ্রুত উদ্ধারকাজ চলছে।