নিকারোপলশ্চিনায় গোলাবর্ষণে আহত ১৩ জন

ডনিপ্রো অঞ্চলে দিনে ২০ বারের বেশি হামলা, বয়স্কসহ বহু মানুষ আহত।

author-image
Aniket
New Update
G7L2KNeXwAExXcu

নিজস্ব সংবাদদাতা: ডনিপ্রো রিজিয়ন ওভিএ জানিয়েছে, নিকারোপলশ্চিনায় দিনের মধ্যে শত্রুপক্ষের আর্টিলারি ও ড্রোন হামলায় মোট ১৩ জন আহত হয়েছেন। এলাকায় ২০ বারেরও বেশি গোলাবর্ষণ হওয়ায় বসতবাড়ি, গুদামঘর, দোকান, প্রশাসনিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

৭৪ বছর বয়সী এক ব্যক্তিকে মধ্যম মাত্রার আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তিনজন পুরুষ ও নয়জন নারী আউটপেশেন্ট হিসেবে চিকিৎসা নিচ্ছেন।