/anm-bengali/media/media_files/ZX7GyR1Tx5IObd5hV6CO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার বিস্ফোরক তথ্য দিল ইজরায়েল (Israel)। যা দেখে চমকে গেল গোটা বিশ্ব। আজ বুধবার ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে একটি গুরুত্বপূর্ণ টুইট করা হয়। যেখানে লেবানন (Lebanon)-কে নিয়ে বিস্ফোরক তথ্য দেওয়া হয়েছে বাহিনীর তরফে। একপ্রকার ইজরায়েলের বিরুদ্ধে এবার আসরে নেমে পড়েছে এই দেশও, যা যথেষ্ট উদ্বেগের বলে মনে করা হচ্ছে। বাহিনীর তরফে জানানো হয়েছে, ১২ ঘণ্টার একটি অপারেশনের পরিসংখ্যান তুলে ধরা হল। ইজরায়েল-লেবানন বর্ডারে উত্তেজনা বাড়ছে। লেবাননের তরফে ৯টি ক্ষেপণাস্ত্র ছাড়া হয়েছে। লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও পাল্টা আক্রমণ করেছে ইজরায়েলও। আইডিএফ ইউএভি ব্যবহার করে একটি সন্ত্রাসী সেলকে নিকেশ করেছে।
🔻12 hour operational recap:
— Israel Defense Forces (@IDF) October 19, 2023
Here’s a summary of activity on our border with Lebanon:
• 9 launches crossed from Lebanon into Israel
• 4 interceptions by the IDF Aerial Defense Array
• several anti-tank missiles fired from Lebanon toward Israel
Our forces responded to these…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us