Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/iKo8ohDdnZmf3mqlAYYQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চিকিৎসা পরিষেবার অপ্রতুলতার কারণে মৃত্যু হল তুরস্ক এয়ারলাইন্সের বিমানে থাকা ১১ বছরের এক নাবালকের। জানা গিয়েছে, রবিবার তুরস্ক এয়ারলাইন্সের ইস্তানবুল থেকে নিউ ইয়র্কগামী একটি বিমানের যাত্রী ছিল ওই নাবালক।
উড়ন্ত বিমানে আচমকা অচৈতন্য হয়ে পড়ে সে। বিমানের মধ্যে তাকে চিকিৎসা পরিষেবা না দিতে পারার কারণে পাইলট জরুরি অবতরণ করেন বুদাপেস্ট বিমানবন্দরে। তারপর তুরস্ক এয়ারলাইন্সের টিকে ০০৩ বিমানের ওই যাত্রীর প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করা হয় এয়ারপোর্ট মেডিকেল সার্ভিসের তরফে। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us