পাকিস্তানে উলটপুরাণ ! ইসরায়েল বিরোধী মিছিলে চললো পুলিশের গুলি,নিহত ১১

কেন ঘটলো এই ঘটনা ?

author-image
Debjit Biswas
New Update
pakistan

নিজস্ব সংবাদদাতা : ফিলিস্তিন-এর সমর্থনে সংগঠিত হওয়া, কট্টর ইসলামপন্থী দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (TLP)-এর মিছিলকে থামাতে গেলে,আজ শনিবার লাহোরে পুলিশ ও TLP কর্মীদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর নিরাপত্তা বাহিনী এই মিছিলটিকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে এই ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে।

মূলত গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার এই বিক্ষোভ শুরু হলেও, আজ শুক্রবার TLP লাহোরের মুলতান রোডে তাদের সদর দপ্তর থেকে "গাজা মার্চ" শুরু করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর TLP প্রধান সাদ রিজভি-র নেতৃত্বে হাজার হাজার সমর্থক লাঠি ও রড হাতে ধর্মীয় স্লোগান দিতে দিতে রাজধানী ইসলামাবাদ-এর দিকে অগ্রসর হতে শুরু করে।

pakistan

এরপর পুলিশ ইয়াতীম খানা চোক, চৌবুরজি, আজাদি চোক এবং শাহদারা সহ বিভিন্ন মোড়ে ব্যারিকেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে এই মিছিলটিকে আটকানোর চেষ্টা করে। কিন্তু বিক্ষোভকারীরা বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। এরপর পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস ও গুলি চালাতে শুরু করে। 

পুলিশের এই আক্রমণের পর TLP পুলিশকে "ইসরায়েলি গুণ্ডা" বলে অভিহিত করে এবং তারা দাবি করেছে যে পুলিশ বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, যার ফলে তাদের ১১ জন কর্মী নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। যদিও পুলিশ এখনও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেনি।