/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : সুদানের পশ্চিমাঞ্চলের মারা পর্বতমালায়, এবার এক ভয়াবহ ভূমিধসের ফলে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেল একটি গ্রাম। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১০০০ জন মানুষ নিহত হয়েছেন এবং মাত্র ১ জনকে কোনওরকমে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। গতকাল সোমবার সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (SLM/A) এক বিবৃতিতে এই মর্মান্তিক খবরটি জানিয়েছে।
সুদান লিবারেশন মুভমেন্টের প্রধান আবদেলওয়াহিদ মোহাম্মদ নুর-এর এই বিবৃতিতে বলা হয়েছে যে,''কয়েকদিন ধরে চলতে থাকা ভারী বৃষ্টিপাতের পর গত ৩১শে আগস্ট এই ভয়াবহ ভূমিধসটি ঘটেছে। দারফুর অঞ্চলের এই এলাকাটি আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। আমরা জাতি সংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলির কাছে নিহত পুরুষ, মহিলা এবং শিশুদের মৃতদেহ উদ্ধারের জন্য সাহায্যের আবেদন জানিয়েছি। ওই গ্রামটি এখন সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/15/OFdlJQJOohGYkJgRE1GN.webp)
উল্লেখ্য,সাম্প্রতিককালে সুদানের উত্তর দারফুর রাজ্যে সুদানি সেনাবাহিনী এবং আধা-সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর মধ্যে এক ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধ থেকে বাঁচতেই বহু মানুষ মারা পর্বতমালায় আশ্রয় নিয়েছিলেন। এই অঞ্চলে খাদ্য ও ওষুধের সরবরাহ অপ্রতুল। দুই বছর ধরে চলা এই গৃহযুদ্ধের কারণে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ খাদ্য সঙ্কটে ভুগছে এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশিরও বর্তমানে এই হামলার শিকার হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us