New Update
/anm-bengali/media/media_files/rJDrG6uQA5spY7O8Am9B.jpg)
নিজস্ব সংবাদদাতা: নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস পেট্রোলের ভূমিকা অপরিহার্য। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওপর নির্ভর করে সব দেশের বাজারে জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত বাড়ে বা কমে। বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেলে উত্পাদন করা Saudi Aramco বর্তমানে আরো বেশি করে অপরিশোধিত তেল উত্পাদন করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বে পাঁচটি দেশে আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে পেট্রোল।
সেরা পাঁচের তালিকায় প্রথমে রয়েছে হংকং। এইদেশে প্রতি লিটার পেট্রোল- ১৬৫.০২ টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে মোনাকো। এইদেশে প্রতি লিটার পেট্রোল- ১৪৫.০২ টাকা।
তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাব্লিক। এখানে প্রতি লিটার পেট্রোল- ১৪১.৪৪ টাকা।
চতুর্থ স্থানে রয়েছে নেদারল্যান্ডস। এখানে প্রতি লিটার পেট্রোল- ১৩৮.৮৮ টাকা।
পঞ্চম স্থানে রয়েছে আইসল্যান্ড। এখানে প্রতি লিটার পেট্রোল- ১৩৩.০৭ টাকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us