/anm-bengali/media/media_files/2025/08/21/screenshot-2025-08-21-136-pm-2025-08-21-22-14-11.png)
নিজস্ব সংবাদদাতা: অভিনেতা ও টিভিকে প্রধান বিজয়কে কটাক্ষ করে মন্তব্য করলেন বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দররাজন। তিনি বলেন, বিজয়ের বক্তৃতার ভঙ্গি থেকেই স্পষ্ট, রাজ্যে বিজেপি ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে।
তামিলিসাই বলেন, “তিনি নিজেকে সিংহ বলে তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু আজ তাঁর বক্তৃতা ফাঁপা কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তিনি জেলেপাড়া ও সংখ্যালঘুদের কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মন্ত্রে বিশ্বাস করেন। মোদি কখনও সংখ্যালঘুদের পিছনে ফেলে রাখেন না।”
/anm-bengali/media/post_attachments/3cdeb3aa-8a5.png)
বিজেপি নেত্রীর দাবি, বিজয় রাজনীতিতে নতুন হলেও তাঁর বক্তব্যে কোনও স্পষ্ট দিশা নেই। বরং তিনি এমনভাবে কথা বলেছেন, যা প্রমাণ করে যে বিজেপির ক্রমবর্ধমান প্রভাব তাঁকে অস্বস্তিতে ফেলেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের রাজনৈতিক আত্মপ্রকাশ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে বিজয়ের জনপ্রিয়তা তাঁকে তাৎক্ষণিক সমর্থন জোগাচ্ছে, অন্যদিকে বিজেপি চাইছে দক্ষিণ রাজ্যে নিজেদের জমি শক্ত করতে। তামিলিসাইয়ের এই মন্তব্য সেই রাজনৈতিক দ্বন্দ্বের প্রতিফলন বলেই মনে করা হচ্ছে।
#WATCH | Chennai | On TVK chief and actor Vijay, BJP leader Tamilisai Soundararajan says,..." The way he was talking shows that the BJP is becoming strong....He portrays himself as a lion...He only revealed his empty speech today...He spoke about fishermen and minorities...Our PM… pic.twitter.com/7z46O93Ny4
— ANI (@ANI) August 21, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us