এবার বিশ্ব জানবে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর কথা আর দেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলার‍্যান্স নীতি

আগামীকাল বৈঠক করা দরকার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Shashi-Tharoor-1

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ শশী থারুর, এই মুহুর্তে ৭টি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। যে প্রতিনিধি দলগুলির কাজ হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য-সহনশীলতার বার্তা বিশ্বকে পৌঁছে দেওয়া।

এদিন তিনি এই প্রসঙ্গে বলেন, “আমার প্রতিনিধি দলের ব্রিফিং কেবল শুক্রবারই হবে। তাই, সত্যি বলতে, আমি এখনই কিছু বলতে যাচ্ছি না। কিছু দল আগে চলে যাচ্ছে এবং সেই কারণেই তাদের আগামীকাল বৈঠক করা দরকার। কিন্তু আমাদের প্রতিনিধিদল একটু দেরিতে যাচ্ছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বড় স্মারক দিবসের সমাপ্তি অনুষ্ঠান রয়েছে এবং মার্কিন কংগ্রেসের ২রা জুন পর্যন্ত অধিবেশন নেই। তাই, খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছানোর কোনও মানে হয় না। তাই, আমরা দেরিতে পৌঁছাচ্ছি। ২৪ মে, আমার বিশ্বাস আমরা প্রথমে জর্জটাউন (গায়ানা), পানামা, কলম্বিয়া, ব্রাজিল এবং অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছি”।

shashi