ধনখড় বললেন ‘যুগপুরুষ’, সঞ্জয় জিজ্ঞেস করলেন ‘পুরুষ’ তো!

জগদীপ ধনখড়ের 'যুগপুরুষ' মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক।

New Update
jagdeep_dhankar_and_sanjay_raut_23591264.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গতকালই এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘যুগপুরুষ’ আখ্যা দিয়েছিলেন দেশের ভাইস প্রেসিডেন্ট তথা রাজ্যসভার স্পিকার জগদীপ ধনখড়। আর তারপরই তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। বিরোধীরা একে একে ভর্তসনা করছেন জগদীপ ধনখড়কে। এদিন একই বিষয়ে ধনখড়কে এক হাত নিলেন সঞ্জয় রাউত।

শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত এদিন বলেন, “২০২৪ সালের পরেও, আপনার কথায় টিকে থাকবেন। আমরা সিদ্ধান্ত নিই না কে 'পুরুষ', 'মহাপুরুষ' বা 'যুগপুরুষ' হবে, ইতিহাস, শতাব্দী এবং বিশ্বের মানুষ এটির সিদ্ধান্ত নেয়। মহাত্মা গান্ধীকে সারা বিশ্ব শ্রদ্ধা করত। সরকারে যারা বসে আছে, তারা যদি 'পুরুষ'ও হত, তাহলে জম্মু-কাশ্মীরে প্রতিদিন আমাদের জওয়ানরা মারা যেত না, চীন লাদাখে ঢুকতে পারত না। তাই নিজের এই কথার জন্যে অনুতপ্ত বোধ করুন”।

 

hiren