New Update
/anm-bengali/media/media_files/2025/04/27/do7BIvbKWSSlSMVRDuka.jpeg)
নিজস্ব সংবাদদাতা - এবার পাকিস্তানকে ভারতের গুপ্ত খবর পাচার করার অভিযোগে গ্রেপ্তার করা হল এক ভারতীয় ইউটিউবারকে। মূলত সেনাবাহিনীর গুপ্ত খবর পাকিস্তানকে পাচার করার অভিযোগে আজ হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয় জ্যোতি রানী মালহোত্রাকে। পেশায় তিনি একজন ইউটিউবার। ২০২৩ সালে পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি, সেখানেই পাকিস্তানের এক হাই কমিশনারের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এরপর তার কথাতেই এই কাজে রাজি হন জ্যোতি।
/anm-bengali/media/media_files/qDolrFXLZ9ff9eAeoYNF.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us