ভয়ংকর ঘটনা! ছুরি-রড দিয়ে যুব সভাপতির ওপর চালানো হল হামলা

মুম্বইয়ের দাদর এলাকায় ভয়ংকর ঘটনা। ভাঞ্চিত বহুজন আঘাড়ি পার্টির যুব সভাপতি পরমেশ্বর রণশুরকে ছুরি ও রড দিয়ে আক্রমণ করেছে বলে জানা গিয়েছে।

author-image
Pritam Santra
New Update
mumbai

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইয়ের দাদর এলাকায় ভয়ংকর ঘটনা। ভাঞ্চিত বহুজন আঘাড়ি পার্টির যুব সভাপতি পরমেশ্বর রণশুরকে ছুরি ও রড দিয়ে আক্রমণ করেছে বলে জানা গিয়েছে। অজ্ঞাত পরিচয় চার দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। হামলায় আহত হয়েছেন দলের নেতা গৌতম হারালও। ২ জনকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩২৬ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।