বিয়ে হয়নি বলে মন খারাপ, নিজের গায়ে আগুন ধরিয়ে দিলেন যুবক

মঙ্গলবার সকালে পালিতে (Pali) এক যুবক নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। যুবকের চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে বাঙ্গার হাসপাতালে (Hospital) নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

author-image
Pritam Santra
23 May 2023
বিয়ে হয়নি বলে মন খারাপ, নিজের গায়ে আগুন ধরিয়ে দিলেন যুবক

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার সকালে পালিতে (Pali) এক যুবক নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। যুবকের চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে বাঙ্গার হাসপাতালে (Hospital) নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে পুলিশ (Police) মামলাটি তদন্ত করে দেখছে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পালির সদর থানার অন্তর্গত লামবিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ভোরে ঘুম থেকে উঠে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় ওই যুবক। পরে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিয়ে না হওয়ায় মন খারাপ ছিল ছেলেটির। ক্রমে অবসাদ। তার জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কয়েকদিন আগে পুনে থেকে নিজের বাড়িতে এসেছিলেন তিনি।