মহাকুম্ভ শেষ হতেই বিরোধীদের চরম আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ !

হঠাৎ কি দাবি করলেন যোগী আদিত্যনাথ ?

author-image
Debjit Biswas
New Update
Yogi adityanath

নিজস্ব সংবাদদাতা : গতকাল মহা শিবরাত্রির দিনেই শেষ হয়েছে প্রয়াগরাজ মহাকুম্ভ ২০২৫। আর এবার মহাকুম্ভ শেষ হতে না হতেই বিরোধীদের তীব্র নিশানা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন,  "এত বিশাল জমায়েত এর আগে বিশ্বের কোথাও হয়নি। প্রায় ৬৬.৩০ কোটি ভক্ত এতে অংশ নিয়েছেন, কিন্তু কোথাও একটিও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোথাও অপহরণ, লুট বা অন্য কোনও সঙ্গিন  অপরাধের ঘটনা ঘটেনি, বিরোধীরা দূরবীন দিয়েও এমন কোনও ঘটনা খুঁজে পায়নি।" নিজের এই বক্তব্যের মাধ্যমে, মহাকুম্ভের আয়োজনে উত্তর প্রদেশ প্রশাসনের সাফল্যকেই তুলে ধরতে চাইলেন যোগী আদিত্যনাথ।