/anm-bengali/media/media_files/7UBaBxQA3NNwyblp20Gq.jpg)
নিজস্ব সংবাদদাতা : গতকাল মহা শিবরাত্রির দিনেই শেষ হয়েছে প্রয়াগরাজ মহাকুম্ভ ২০২৫। আর এবার মহাকুম্ভ শেষ হতে না হতেই বিরোধীদের তীব্র নিশানা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, "এত বিশাল জমায়েত এর আগে বিশ্বের কোথাও হয়নি। প্রায় ৬৬.৩০ কোটি ভক্ত এতে অংশ নিয়েছেন, কিন্তু কোথাও একটিও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোথাও অপহরণ, লুট বা অন্য কোনও সঙ্গিন অপরাধের ঘটনা ঘটেনি, বিরোধীরা দূরবীন দিয়েও এমন কোনও ঘটনা খুঁজে পায়নি।" নিজের এই বক্তব্যের মাধ্যমে, মহাকুম্ভের আয়োজনে উত্তর প্রদেশ প্রশাসনের সাফল্যকেই তুলে ধরতে চাইলেন যোগী আদিত্যনাথ।
#WATCH | Prayagraj | Uttar Pradesh CM Yogi Adityanath says, "Such huge gathering never happened anywhere in the world. 66.30 crore devotees took part in it - no incident of kidnapping, loot or any such incident occurred. The opposition couldn't reveal any such incident even by… pic.twitter.com/SWoFU7dVXd
— ANI (@ANI) February 27, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us