উৎসবের পরিবেশ নষ্ট হলে এমন শিক্ষা দেব পরবর্তী প্রজন্মও মনে রাখবে ! বড় বার্তা দিলেন যোগী আদিত্যনাথ

কি বললেন যোগী আদিত্যনাথ ?

author-image
Debjit Biswas
New Update
yogi

নিজস্ব সংবাদদাতা : উৎসবের পরিবেশের মধ্যেই এবার আইনশৃঙ্খলার বিষয়ে,রাজ্যের সমস্ত সমাজবিরোধীদের এক বড় বার্তা দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যে কোনও ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না, তা আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি। তিনি বলেন,''আমরা প্রত্যেক নাগরিককে সম্মান দেব, প্রত্যেককে নিরাপত্তা দেব। কিন্তু কেউ যদি এই নিরাপত্তার সঙ্গে আপস করার সাহস করে, আর নিরপরাধ নাগরিকদের ওপর আক্রমণ করে, তবে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যা তাদের আগামী প্রজন্মের জন্য এক উদাহরণ সৃষ্টি করবে।"

yogi tkl1.jpg

এরপর তিনি আরও বলেন,''উৎসবের পরিবেশ নষ্ট করা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি আবার একবার বলছি যে, কেউ যদি রাস্তায় নেমে প্রতিবাদ করে উৎসবের পরিবেশ নষ্ট করার সাহস করে, তাহলে তাদের চরম মূল্য চোকাতে হবে।"