/anm-bengali/media/media_files/MjOOKURikckB96Mfq2xb.jpg)
নিজস্ব সংবাদদাতা : দিল্লির প্রগতি ময়দান সংলগ্ন ভারত মণ্ডপমে শনিবার অনুষ্ঠিত হলো নীতি আয়োগের দশম গভার্নিং কাউন্সিল মিটিং। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরা এবং সংশ্লিষ্ট আধিকারিকরা। নীতিনির্ধারণ ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে এই বৈঠকে বিস্তর আলোচনা হয়। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও কীভাবে মজবুত করা যায়, তা নিয়েও মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।
/anm-bengali/media/media_files/2025/05/24/258gY8rMikp13FWKy3Uy.jpg)
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশ, অসম, হরিয়ানা, ত্রিপুরা সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীরা একে একে ভারত মণ্ডপম ত্যাগ করেন।
এদিনের বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিকাঠামো ও বিনিয়োগ সংক্রান্ত নানা ইস্যুতে আলোচনা হয় বলে সূত্রের খবর।
#WATCH | Delhi: Uttar Pradesh CM Yogi Adityanath and other CMs leave from Bharat Mandapam after attending the 10th NITI Aayog Governing Council Meeting pic.twitter.com/BTrVoYH4gR
— ANI (@ANI) May 24, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us