নীতি আয়োগ বৈঠকে কী হল? যোগী-সহ মুখ্যমন্ত্রীরা বেরিয়ে এলেন ভারত মণ্ডপম থেকে

দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত নীতি আয়োগের বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রীরা। বৈঠক শেষে বেরিয়ে গেলেন যোগী আদিত্যনাথ সহ অন্যরা। কী আলোচনা হল? বিস্তারিত পড়ুন এখানে।

author-image
Debapriya Sarkar
New Update
yogi

নিজস্ব সংবাদদাতা : দিল্লির প্রগতি ময়দান সংলগ্ন ভারত মণ্ডপমে শনিবার অনুষ্ঠিত হলো নীতি আয়োগের দশম গভার্নিং কাউন্সিল মিটিং। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরা এবং সংশ্লিষ্ট আধিকারিকরা। নীতিনির্ধারণ ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে এই বৈঠকে বিস্তর আলোচনা হয়। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও কীভাবে মজবুত করা যায়, তা নিয়েও মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

Niti

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশ, অসম, হরিয়ানা, ত্রিপুরা সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীরা একে একে ভারত মণ্ডপম ত্যাগ করেন।

এদিনের বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিকাঠামো ও বিনিয়োগ সংক্রান্ত নানা ইস্যুতে আলোচনা হয় বলে সূত্রের খবর।