বালাসোরের পারমিট ফিল্ড গ্রাউন্ডে পালিত হবে যোগ দিবস!

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস। দেশব্যাপী আয়োজিত হবে দিনটি। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের উদ্যোগে বালাসোরে উদযাপিত হতে চলেছে দিনটি।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : আগমী ২১ জুন পালিত হতে চলেছে নবম বর্ষের আন্তর্জাতিক যোগ দিবস। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর বিভাগের উদ্যোগে বালাসোরের পারমিট ফিল্ড গ্রাউন্ডে আন্তর্জাতিক যোগ দিবসের মেগা ইভেন্ট আয়োজিত হতে চলেছে। যে বালাসোর কিছু দিন আগেই সাক্ষী থেকেছিল ভয়াবহ দুর্ঘটনার সেই বালাসোরেই পালিত হবে যোগা দিবস। ভোর সকাল ৫ টা থেকে শুরু হয়ে অনুষ্ঠাব চলবে সকাল পৌনে ৮ টা পর্যন্ত। ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বালাসোরে উপস্থিত থাকবেন রেল-যোগাযোগ এবং ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সাংসদ  প্রতাপ চন্দ্র সারঙ্গী।  বালাসোর জেলার বিধায়ক-সাংসদদেরও বালাসোরে যোগ দিবস উদযাপনের সময় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ২১ জুন  বালাসোরের পারমিট গ্রাউন্ডে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে স্থানীয় বাসিন্দা এবং ছাত্র-ছাত্রী সহ প্রায় ৬০০০ জন যোগব্যায়াম করবেন। ভারতীয় রেলওয়ে সমস্ত স্থানীয় বাসিন্দা, অ্যাকাডেমিক প্রতিষ্ঠান, সরকার এবং এনজিও, ছাত্র এবং তাদের পরিবারের সদস্যদের একটি সুস্থ এবং ফিট শরীর ও মনের জন্য বালাসোরে যোগ দিবস উদযাপনের এই মেগা উপলক্ষ্যে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায়।