Ritika Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/zYOxvK90kHlIny29yfWw.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: বৃষ্টি শুধু দিল্লিতেই নয়, শুরু হয়েছে মহারাষ্ট্রেও। সেই কারণে হলুদ সতর্কতা জারি হল মুম্বই, পালঘর ও থানে সহ মহারাষ্ট্রের একাধিক শহরে। ছত্তিশগড়েও জারি হয়েছে হলুদ সতর্কতা। ছত্তিশগড়ের রায়গড়ে জারি হয়েছে হলুদ সতর্কতা।
ভারী বৃষ্টির কারণে মুম্বইয়ের রাস্তাতেও জমেছে জল। যার জেরে ব্যাহত হচ্ছে যান চলাচল। তবে আইএমডি জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ফলে আরও সমস্যায় পড়বেন সাধারণ মানুষ।
Yellow alert issued for Mumbai, Thane, Palghar, Raigarh and other districts of Maharashtra for today: IMD pic.twitter.com/puTETwfNig
— ANI (@ANI) July 14, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us