যাত্রা শুরু, কেমন আছে ‘এক্সপোস্যাট’!

নতুন বছরের প্রথম দিনেই হয়ে গেল ISRO-এর XPoSat মিশন।

New Update
GCuvqOwa4AAZ8g9.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইসরোর এক্সপোস্যাট অনেকটা পথ যাত্রা করে ফেলেছে ইতিমধ্যেই। ব্ল্যাকহোলের তথ্য অনুসন্ধানে পাড়ি দিয়েছে সে। নতুন বছরের প্রথম দিনেই হয়ে গেল ISRO-এর PSLV-C58 XPoSat মিশন। এই নিয়ে এদিন ইসরোর তরফে টুইট করে জানানো হয়, “লিফ্ট-অফ স্বাভাবিক ভাবেই হয়েছে। XPoSat স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। POEM-3 স্ক্রিপ্ট করা হচ্ছে। XPoSat-এর স্বাস্থ্যও স্বাভাবিক রয়েছে। বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে ইতিমধ্যেই”।

 

hiren