New Update
/anm-bengali/media/media_files/TDXsAMqtBGdIFfEkvykH.png)
নিজস্ব সংবাদদাতা: সুদানে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে বহু ভারতীয় সেখানে আটকে পড়েন। তবে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলছে। বর্তমানে সুদান থেকে ৩৬০ জন ভারতীয় দেশে ফিরেছেন। বিশেষ বিমানে করে প্রথমে তাদের সুদান থেকে সৌদি আরবের জেদ্দায় নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাদের বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে। ভয়ঙ্কর লড়াই চোখের সামনে দেখার পর প্রাণ নিয়ে নিজের দেশে ফিরতে পেরে খুশি তারা। ইতিমধ্যেই সামনে এসেছে সেই ভিডিও। দেখুন ভিডিও-
#WATCH | A special flight, carrying 360 Indian evacuees from Sudan, lands in Delhi from Jeddah, Saudi Arabia pic.twitter.com/v7WmyR9sDm
— ANI (@ANI) April 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us