New Update
/anm-bengali/media/media_files/yaYLcedR3Ppr4bV3GWrw.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। দিল্লিতে বিজেপির সদর দফতরে চারা গাছ রোপণ করে দিনটি উদযাপিত করা হল। এদিন সকালে নিজের হাতে চারা গাছ রোপণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দেখুন ভিডিও।
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজন সবুজের। এই সবুজই পারে বিশ্বকে গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে বাঁচাতে। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস ধুমধামের সহিত পালন করা হলেও প্রয়োজন সচেতনতার।
#WATCH | BJP national president JP Nadda plants saplings at BJP Headquarters in Delhi, on the occasion of World Environment Day. pic.twitter.com/kmjQWt8M1t
— ANI (@ANI) June 5, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us