ওয়ার্ল্ডকাপ ফাইনাল: 'অস্ট্রেলিয়াকে ৪৫০ রানের টার্গেট ভারতের!'

বিশ্বকাপ নিয়ে মন্তব্য করলেন সুধীর কুমার চৌধুরী।

author-image
Aniket
19 Nov 2023
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপ নিয়ে এবার উল্লাস প্রকাশ করলেন শচীন তেন্ডুলকারের ভক্ত সুধীর কুমার চৌধুরী। তিনি আশা করছেন, আজ অস্ট্রেলিয়াকে ৪৫০ রানের টার্গেট দেবে ভারত। তিনি বলেছেন, "টিম ইন্ডিয়া ২০১১ সালের জয়ের পুনরাবৃত্তি করবে। আমি চাই রোহিত শর্মা এবং শুভমান গিল সেঞ্চুরি করুক এবং ৪৫০ রানের টার্গেট দিক এবং সহজেই জিতুক"।

 

hiring 2.jpeg